দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে ব্রাজিলের প্রতি আহ্বান ড. ইউনূসের

0
2


বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফেরেস তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত ফেরেস বলেন, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে অনেক ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে, যা উভয় দেশের জন্য সম্ভাবনাময় হতে পারে। বর্তমানে আমাদের পক্ষে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। আমরা বাংলাদেশের কাছ থেকে আমদানি বাড়িয়ে এ বাণিজ্যকে ভারসাম্যপূর্ণ করতে চাই।

তিনি জানান, বর্তমানে ব্রাজিল থেকে বাংলাদেশে চিনি, সয়াবিন ও কাঁচা তুলাসহ অন্যান্য পণ্য রপ্তানি করা হয় এবং বাংলাদেশ থেকে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের পোশাক পণ্য আমদানি করা হয়।

রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল স্থানীয় বাজারের ওপর প্রভাব না ফেলেই বাংলাদেশে মাংস রপ্তানি করতে পারে, যা বাংলাদেশের জনগণের জন্য প্রোটিনের একটি ভালো উৎস হতে পারে।

তিনি সবুজ জ্বালানি, শিক্ষা, প্রতিরক্ষা, কৃষি এবং বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশেকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।

এসময় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, আসুন আমরা একসঙ্গে আরও সম্ভাবনার সন্ধান করি।

রাষ্ট্রদূত ফেরেস গ্লোবাল অ্যালায়েন্স টু পোভার্টি অ্যান্ড হাঙ্গারে (দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে বৈশ্বিক জোট) বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন। বাংলাদেশই প্রথম দেশ যারা এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা আগামী জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে ব্রাজিলকে একটি প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানান।

এমইউ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।