নবীন শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার কুরআন বিতরণ

0
2


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করে ‘কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব’ নামের একটি সংগঠন।

এর আগে দুপুর ২টায় কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য কয়েকজন ইসলামি ব্যক্তিত্ব কুরআন-সুন্নাহর আলোকে বক্তব্য রাখেন।

ব্যক্তিজীবন গঠনে কুরআনের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক শায়খ মোখতার আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষের নৈতিকতা তৈরিতে ব্যক্তির নিজস্ব দায়বদ্ধতা রয়েছে এবং তা চেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আল্লাহ মানুষকে তিনটি দায়িত্ব দিয়েছেন-জমিনের মধ্যে নেতৃত্ব দেওয়া, সভ্যতা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর ইবাদত করা। এ দায়িত্ব পালনের জন্য প্রথম কাজ হলো নিজেকে গঠন করা। আর নিজেকে গঠন করার একমাত্র উপায় হলো অধ্যয়ন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের এ ধরনের আয়োজন আমাদের ইহজাগতিক ও পরজাগতিক কল্যাণ বয়ে আনবে।

তিনি আরও বলেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান। আর এ জীবনবিধান পরিপূর্ণভাবে ধারণ করতে হলে কুরআনের বিকল্প নেই। শিক্ষার্থীদের এ আয়োজনকে সাধুবাদ জানাই।

আয়োজক মো. মুহিবুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মাঝে ইসলামি জ্ঞানের চর্চা ও সুস্থ সাংস্কৃতিক ছড়িয়ে দিতে আমরা এ উদ্যোগ নিয়েছি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. মুনির উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।

সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে জনপ্রিয় নাশিদ শিল্পী আবু উবায়দা এবং শিশুশিল্পী ইশরাক সুহায়েলের পরিবেশনা।

সৈকত ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।