মন্ত্রী আনিসুল হক-তৌফিকা করিমের সম্পদ বাজেয়াপ্ত করতে দুদকে আবেদন

0
3


সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও তার বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের দুর্নীতির অনুসন্ধান এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার আবেদন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ এ আবেদন করেন।

আবেদনে আনিসুল হকের বিষয়ে বলা হয়েছে, আনিসুল হক ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি, অর্জন করেন যা দেশে ও বিদেশে বিদ্যমান।

তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানান্তে দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের করে তদন্ত করে চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানের আবেদন করছি।

তৌফিকা করিমের বিষয়ে বলা হয়েছে, তৌফিকা করিম চৌধুরী, (সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর বান্ধবী এবং সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান) ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জন করে যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে।

তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানান্তে দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের করে তদন্তান্তে চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানে আবেদন করছি।

এফএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।