বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেফতার

0
3


বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মো. তাজ উদ্দিন (৫৩) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে বিজিবি। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিল ও উপজেলা যুবলীগের সভাপতি। তার বাবার নাম আব্দুল গনি। গত ২ অক্টোবর ভোলা সদর থানায় বিস্ফোরক আইনে তার নামে মামলা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি বন্দর দিয়ে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। আসামির পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজ উদ্দিনের এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় তিনি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ভোলার বোরহান উদ্দিন থানার সঙ্গে কথা হয়েছে। সেখান থেকে পুলিশ আসার পর তাকে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।