বান্দরবানে সীমিত পরিসরে খুলছে পর্যটন স্পট

0
3


একমাস পর পর্যটকদের জন্য সীমিত পরিসরে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবান। বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ ঘোষণা দেন।

তিনি বলেন, সার্বিক নিরাপত্তা জনিত কারণে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সীমিত পরিসরে বান্দরবান সদর, লামা,আলীকদম ও নাক্ষ্যংছড়ি উপজেলার সব পর্যটন স্পট ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করা হল। তবে এখনো পর্যন্ত রুমা-থানচি ও রোয়াংছড়ি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না পাওয়ায় এ তিন উপজেলায় ভ্রমণ উন্মুক্ত করন বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, সেনাবাহিনী কর্মকর্তা, ডিজিএফআইয়ের কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, এনএসআই কর্মকর্তা, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ট্যুরিস্ট জিপ গাড়ি মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নয়ন চক্রবর্তী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।