ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি আগেই সেরেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটিতে যোগ দিতে নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন পর্তুগালের এই কোচ। ওল্ড ট্রাফোর্ডে আসার আগে মঙ্গলবার বর্তমান ক্লাব স্পোর্টিং সিপির ডাগআউটে শেষবারের মতো দাঁড়িয়েছিলেন তিনি। প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগেরই টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। খেলাও আবার চ্যাম্পিয়ন্স লিগের। বিগ ম্যাচ বলা যায়।
সেই ম্যাচে এক চমকই দেখালেন অ্যামোরিম। অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যানসিটিকে গুড়িয়ে দিলেন তিনি। মঙ্গলবার প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে স্পোর্টিং সিপি।
যদিও লিসবনে ভালো শুরু করতে পারেনি স্পোর্টিং সিপি। ম্যাচের ৪ মিনিটে গোল হজম করে বসে স্বাগতিকরা। গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেন। ৩৮ মিনিটে সমতায় ফেরে স্পোর্টিং সিপি। গোল করেন ভিক্টর গায়েকেরেস।
দ্বিতীয়ার্ধে নেমেই ফের গোল পেয়ে যায় স্পোর্টিং সিপি। ম্যাক্সিমিলিয়ানো আরহাওয়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিসবনের ক্লাবটি।
তিন মিনিট পরই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন গায়েকেরেস। এতে স্বাগতিকরা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ৮০ পেনাল্টি থেকে আরও একটি গোল করেন গায়েকেরেস। এতে ব্যবধান দাঁড়ায় ৪-১।
সুযোগ তৈরি করেও বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন সিটির দুই তারকা আরলিং হালান্ড ও বার্নাডো সিলভা। শেষমেশ ৪-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
আগামী ১১ নভেম্বর ম্যানইউতে যোগ দেবেন অ্যামোরিম। বিদায় নেওয়ার আগে নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে ভালো অবস্থানে রেখে আসলেন তিনি।
৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের দ্বিতীয় স্থানে আছে স্পোর্টিং সিপি। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানসিটি।
এমএইচ/জেআইএম