সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না করে শেষ পর্যন্ত খেলছেন না। তাকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াড সাজানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন জ্বরে আক্রান্ত লিটন দাসও সুস্থ হয়ে না ওঠায় দলে নেই। অন্যদিকে ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেননি বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ আর ফাষ্টবোলার নাহিদ রানা।
একসঙ্গে ৪ জন ক্রিকেটারকে নিয়ে বিপত্তি। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে টিম বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে এতগুলো নেতিবাচক বিষয়। এই বাধাগুলো অতিক্রম করে আফগানদের সাথে ওয়ানডে সিরিজে ভাল খেলায় কতটা কঠিন?
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে শারজায় বাংলাদেশী সাংবাাদিকের এমন প্রশ্নের মুখোমুখি হয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘কঠিন। আমার মনে হয় সবগুলো যদি স্মুথলি হতো, অবশ্যই একটা দলের জন্য তো খুবই ভালো হতো।’
তবে শান্ত মনে করেন যে, এই বাধাগুলোতো আর তার এবং দলের হাতে নেই। তাই সে সব নিয়ে বেশি মাথা না ঘামিয়ে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের চিন্তাই করতে চান বাংলাদেশ ক্যাপ্টেন।
তাই তার মুখে এমন কথা, ‘এগুলো নিয়ন্ত্রণের বাইরে। ক্রিকেটার হিসেবে আসলে এই জিনিসগুলোর চেয়ে বেশি, আমাদের যে সামর্থ্য আছে, সেটাকে কিভাবে কাজে লাগাতে পারি তা গুরুত্বপূর্ণ। বাইরের এই বিষয়গুলো যদি সামনের সিরিজগুলো থেকে স্মুথলি চলে, তাহলে আমাদের দলের জন্য আরও ভালো হবে।’
নাসুম আহমেদ ও নাহিদ রানা ভিসা জটিলতা কেটে গেলেই দলের সাথে যোগ দেবেন, এমনটা জানিয়ে শান্ত বলেন, `নাসুম এবং রানা চলে আসবে, এটা আমি এখনও বিশ্বাস করছি। ক্রিকেট বোর্ড ভালোভাবেই এই বিষয়টা টেককেয়ার করছে। ম্যাচ শুরু হতে যেহেতু এখনও সময় আছে। তাই আমি আশা করছি। ম্যাচ শুরুর আর মাত্র একদিন বাকি, এ সময় যদি কাল বুধবার রানা ও নাসুম যদি শারজা যানও সেটা কি দেরি নয়? তাতে করে প্রথম একাদশ তৈরি ও তাদের প্রস্তুতিতে কোন নেতিবাচক প্রভাব পড়বে না?
শান্ত উত্তর দেন এভাবে, আরেকটু আগে আসতে পারলে তো অবশ্যই তো ভালো হতো; কিন্তু এটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বাঁ-হাতি স্পিনার সাকিব নেই। নাসুমই একমাত্র বাঁ-হাতি স্পিনার; কিন্তু তিনি এখনো শারজা পৌঁছাতেই পারেননি। ওদিকে আফগান শিবিরেও ডানহাতি ব্যাটার বেশি। একাদশ সাজানো ও কম্বিনেশন তৈরি করতে সমস্যা হবে নিশ্চয়ই?
শান্তর জবাব, `আফগানিস্তান দলে ডানহাতি ব্যাটসম্যান বেশি, আমাদের বাঁ-হাতি স্পিনার না থাকলেও রিশাদ আছে। রিশাদ যেভাবে টি-টোয়েন্টি সংস্করণে বোলিং করছে, ও মনে হয় আমাদের জন্য ভালো একটা বিকল্প হবে।‘
এআরবি/আইএইচএস/এমআইএইচএস