বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প- কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা, মেলানো হচ্ছে নানান সমীকরণ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ-গণনা হয় যেভাবে
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্ব। নির্বাচনে ভোটারেরা কোন পদ্ধতিতে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে ‘পছন্দ’ নির্ধারণ করেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।
যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিয়েছেন ৮ কোটির বেশি মানুষ
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ৮ কোটির বেশি মানুষ। ইউনিভার্সিটি অব ফ্লোরিডা ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে ৮ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৬৮৪ জন ভোটার আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে ৪ কোটি ৪০ লাখের বেশি ভোটার ভোটকেন্দ্র গিয়ে ভোট দিয়েছেন এবং প্রায় ৩ কোটি ৭ লাখ ভোটার ভোট দিয়েছেন ডাকযোগে। নির্বাচনে শেষ পর্যন্ত যিনি জয়ী হবেন তিনিই হবেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট। খবর বিবিসির।
মুসলিম সমর্থকদের প্রশংসায় ট্রাম্প, মিশিগানে জয়ের আশা
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মুসলিম সমর্থকদের প্রশংসা করেছেন রিপাবলিকার প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজা যুদ্ধ বন্ধে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে যেসব মুসলিম ভোটার ক্ষুব্ধ তারা মিশিগানে তাকে জয়ী করতে পারেন। তিনি মুসলিম সমর্থকদের উদ্দেশে বলেন, তারা শান্তি চায়, তারা যুদ্ধে থাকতে চায় না। তারা অনেক স্মার্ট।
মেক্সিকোতে হাসপাতালে বন্দুকধারীর হামলায় রোগী-দুই পুলিশ নিহত
মেক্সিকোর একটি হাসপাতালে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। সেসময় হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি এবং দুই পুলিশ নিহত হন। চিকিৎসাধীন ওই ব্যক্তি এর আগে গুলিবিদ্ধ হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
ভোটের জন্যই ঝাড়খণ্ডে বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হচ্ছে: মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিধানসভা নির্বাচনে ভোটের জন্য বাংলাদেশিদের অনুপ্রবেশে সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনকি, অনুপ্রবেশকারীদের ভোট পাওয়ার জন্য ঝাড়খণ্ডজুড়ে তাদের বসবাসের জায়গা করে দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়ালো
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে লেবানিজ জনস্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (৪ নভেম্বর) রাতে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৩ মাসে হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাতে এ পর্যন্ত ৩ হাজার ২ জন নিহত ও ১৩ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৮৯ জন নারী এবং ১৮৫ জন শিশু রয়েছে।
ভারতে কমলা হ্যারিসের জন্য বিশেষ প্রার্থনা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে লড়াই করছেন কমলা হ্যারিস। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী ক্যাম্পেইন। তবে শুধু মার্কিন সমর্থকরাই হ্যারিসের জন্য প্রার্থনা করছেন না। ওয়াশিংটন থেকে ১৩ হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ভারতের একটি গ্রামেও তার জয়ের জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে। কারণ কমলার পূর্বপুরষরা এই গ্রামেরই।
যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা
প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবারের (৫ নভেম্বর) নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর ফলে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা এড়াতে দেশজুড়ে নানা ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাগড়া দিতে পারে তুমুল ঝড়, বৃষ্টি, এমনকি তুষারপাতও। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোটের দিন দেশটির বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে।
হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় ২০০ জনের খোঁজ এখনো মেলেনি বলে জানিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। গুম তদন্ত কমিশন বলেছে, নিখোঁজ এসব ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তাদের সন্ধান পাওয়া কমিশনের অন্যতম লক্ষ্য।
এমএসএম/এমএস