সৌদির দ্বিতীয় বৃহত্তম শহরে হবে আইপিএলের মেগা নিলাম

0
3


সৌদি আরবে শুধু ফুটবল নয়, এবার ক্রিকেট শিকড় গেঁড়ে বসতে যাচ্ছে। হয়তো ক্রিকেট আয়োজনের মতো স্টেডিয়াম তাদের নেই। তবে, আইপিএলের মতো মেগা ফ্রাঞ্চাইজি আসরের নিলামের তো আয়োজন করা যায়। বেশ কিছুদিন আগে থেকেই এ নিয়ে আলাপ-আলোচনা চলছিলো। অবশেষে নির্ধারিত হলো, সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহ জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম।

চলতি নভেম্বর মাসের শেষে দুদিন ধরে চলবে এই মহা নিলাম। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট চলাকালীন অনুষ্ঠিত হবে এই নিলাম। সেখান থেকে দল বাছাই করবেন ১০টি ফ্রাঞ্জাইজির মালিক এবং কর্মকর্তারা।

আইপিএলের রিটেনশন পর্ব শেষ হয়ে গেছে। এরপরেই মেগা নিলামের দামামা বেজে গেল। চলতি মাসেই শুরু হয়ে যাবে আগামী আইপিএলের প্রস্তুতি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের এই মহা নিলাম। মরুদেশের বিখ্যাত আবাদি আল জোহার এরেনায় নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ওই এরেনা থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে হোটেল শাংরি-লাতে থাকবেন নিলামে অংশগ্রহণকারীরা।

ঘটনাচক্রে ওই সময়ে বর্ডার গাভাসকর ট্রফি চলবে। ২২ নভেম্বর থেকে শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর। অর্থাৎ প্রথম টেস্ট চলাকালীনই ঠিক হয়ে যাবে রিটেন করা ক্রিকেটাররা ছাড়া কে কোন দলের হয়ে খেলবেন।

কিন্তু টেস্ট এবং নিলাম দুটোরই সম্প্রচার করবে একই চ্যানেল। তার জন্য বোর্ডের পক্ষ থেকে চেষ্টা চলছে এমন সময়ে নিলাম শুরু করার, যাতে দিনের খেলা শেষ হয়ে যাওয়ার পরে নিলাম হতে পারে। যেহেতু অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের সময়ের ব্যবধান অনেকটাই, তাই সমস্যা হবে না বলেই আশাবাদী বিসিসিআই।

গত বছর আইপিএলের নিলাম হয়েছিল দুবাইয়ে। তবে সেটা ছিল মিনি অকশন। এবারের আয়োজন আরও বড় কলেবরে। বহু তারকার ভাগ্য নির্ধারণ হবে এই নিলামে। সে তালিকায় আছেন রিশাভ পান্ত, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।