যে ভোটকেন্দ্রে প্রথম শেষ হলো ভোটগ্রহণ, কে কত ভোট পেলেন

0
2


কয়েক দশকের ঐতিহ্য অনুসরণ করে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ গ্রামে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ভোটগ্রহণ হয়েছে। এখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা মাত্র ৬ জন, যাদের মধ্যে ৩ জন ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে আর ৩ জনের ভোট পড়েছে কমলা হ্যারিসের পক্ষে। অর্থাৎ প্রথম ভোটকেন্দ্রে টাই করেছেন উভয় প্রার্থী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, অন্যান্য জায়গায় মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল থেকে ভোট শুরু হলেও ডিক্সভিল নচের একমাত্র ভোটকেন্দ্রতে সোমবার দিনগত রাত ১২টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়। সাংবাদিকদের উপস্থিতিতে অ্যাকর্ডিয়নের সুরে মার্কিন জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ভোট শুরু হয় ছোট্ট এই গ্রামটিতে।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন মতে, কোনো আসনে অধিবাসীর সংখ্যা ১০০ জনের কম হলে, তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সব নিবন্ধিত ভোটার তাদের নাগরিক দায়িত্ব পালন শেষ করলে ভোটগ্রহণ বন্ধ হয়। তাৎক্ষণিকভাবে গণনাও শেষ করে ফেলা হয়।

২০২০ সালে ডিক্সভিল নচের সব বাসিন্দা জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। তিনিই এই গ্রামের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সবার ভোট পেয়েছিলেন। ১৯৬০ থেকে সেখানে এই মাঝরাতের ভোট শুরু হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ছোট এই গ্রামেও কমলা-ট্রাম্পের এমন ফলাফল জানান দিচ্ছে যে বৃহত্তর পরিসরে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।