নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে মদন উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।
আটকরা হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদের মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছিলেন। এমন সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে তিনজনকে আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, মাদক ও চোরাচালানের সংবাদের পরিপ্রেক্ষিতে যৌথ অভিযান চালানো হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
এইচ এম কামাল/জেডএইচ/জেআইএম