অতিরিক্ত চুলকানি ত্বকের ক্যানসারের লক্ষণ নয় তো?

0
2


অ্যালার্জির কারণে কমবেশি সবাই ত্বকে জ্বালাপোড়া বা চুলকানির সমস্যা ভোগেন। স্বাভাবিকভাবেই পরবর্তী সময়ে সেই চুলকানিভাব কমেও যায়। তবে দীর্ঘদিন ধরেই যদি আপনি ত্বকে জ্বালাপোড়া ও চুলকানির সমস্যায় ভোগেন কিংবা প্রায়শই অতিরিক্ত চুলকানি হয় তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

জানলে অবাক হবেন, অতিরিক্ত চুলকানি কিন্তু ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের অন্যতম কারণ। আমাদের ত্বক স্পর্শকাতর হয়, ফলে ছোট কোনো প্রদাহ বা ফুসকুড়ি থেকেও ছড়াতে পারে ক্যানসার। তাই ত্বকের ক্যানসারের কারণ, লক্ষণ ও প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে সবারই ধারণা থাকা জরুরি।

ত্বকের ক্যানসারের লক্ষণ কী কী?

>> একই স্থানে বারবার স্ক্যাব তৈরি ও খোসার মতো চামড়া ওঠা।
>> হঠাৎ করে ত্বকে নতুন রঙের দাগ, আঁচিল বা ফুসকুড়ি দেখা দেয়।
>> আঁচিলের আকার, রং বা আকৃতিতে পরিবর্তন।
>> ক্ষত শুকাতে দেরি হওয়া বা বারবার ফিরে আসে।
>> কান, ঘাড় বা গোপনাঙ্গের চারপাশে ফুসকুড়ি, দাগ বা ঘন প্যাচ দেখা যায়।
>> ত্বকের ক্রমাগত জ্বালা বা চুলকানি, যা সহজে দূর হয় না।

আরও পড়ুন

ত্বকের ক্যানসার কেন হয়?

>> ফর্সা ত্বকের মানুষরা মেলানিনের অভাবের কারণে ত্বকের ক্যানসারে বেশি সংবেদনশীল। মেলানিন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
>> রোদে পোড়াভাব ত্বকের ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।
>> সূর্যের রশ্মির দীর্ঘক্ষণ এক্সপোজার ত্বকের জ্বালা ও ক্ষতি করে, ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
>> পরিবারের কারও ত্বকের ক্যানসার থাকলে এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
>> যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ত্বকের ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি থাকে।

কীভাবে ত্বকের ক্যানসার প্রতিরোধ করবেন?

>> রোদে বের হওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন।
>> রোদে ঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন।
>> ফল, সবজি ও অন্যান্য পুষ্টিসমৃদ্ধ খাবার খান।
>> পর্যাপ্ত পানি পান করুন।
>> যে কোনো পরিবর্তন সনাক্ত করার জন্য নিয়মিত ত্বক পরীক্ষা করুন।
>> চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
>> যতটা সম্ভব সরাসরি সূর্যের আলোতে থাকা এড়িয়ে চলুন।

সূত্র: বোল্ডস্কাই

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।