একনলা বন্দুক হাতে মোবাইলে তুলেছেন সেলফি। আর পুলিশ দেখে সেই মোবাইল লুকাতে গিয়ে ধরা পড়লেন রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক অস্ত্রধারী। সোমবার ভোররাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে অস্ত্রধারী মোরশেদের দেওয়া তথ্যে রাতভর অভিযান চালিয়ে চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন দ্বীপেরকুল বাংলাবাজার এলাকার বাড়ি থেকে উদ্ধার করা হয় সেই অস্ত্র। সঙ্গে উদ্ধার করা হয় একরাউন্ড তাজা কার্তুজ। অভিযানে নেতৃত্ব দেন বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, রোববার দিনগত রাত ১টার দিকে নতুন ব্রিজ এলাকায় গ্রেফতার মোরশেদের গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার পকেট থেকে একটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার মোরশেদ তার ব্যবহৃত মোবাইলটি লুকানোর চেষ্টা করে।
এরপর তার সম্মতি নিয়ে মোবাইলটি চেক করে অস্ত্রহাতে সেলফি ছবি পায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে গ্রামের বাড়ি সাতকানিয়ায় অস্ত্রটি থাকার কথা স্বীকার করে মোরশেদ। পরে তাকে নিয়ে অভিযানে গিয়ে সাতকানিয়ার দ্বীপের কুল বাংলাবাজার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে একটি এক নলা বন্দুক ও আরেক রাউন্ড তাজা কর্তুজ উদ্ধার করা হয়।
মোরশেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার তারেক আজিজ।
এমডিআইএইচ/এমআইএইচএস