আবিস্কৃত হলে এলডিসি এবং উন্নয়নশীল দেশগুলাের জন্য বিমামূল্যে কোভিড ভ্যাক্সিন বিতরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।একই সঙ্গে করােনা মহামারীর কারণে সৃষ্ট সংকট মােকাবিলার জন্য সমন্বিত রােডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি ।
প্রধানমন্ত্রী বলেছেন , এটি বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং বিশ্বব্যাপী এটিকে মােকাবিলা করা উচিত ।
দক্ষিণ ও দক্ষিনপূর্ব দেশ গুলাের অর্থনৈতিক জোট আসেম এর অর্থমন্ত্রীদের ১৪ – তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে আগেই ধারণ করা বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী ।