রূপগঞ্জে তিন কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

0
3


নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন কারখানা মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) রিকুল আলম এ আদেশ দেন।

জরিমানা করা কারখানাগুলো হলো, অনিক নিট কম্পোজিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর স্টিল মিল।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম বলেন, কয়েকটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে অনিক নিট কম্পোজিট কারখানাকে দেড় লাখ টাকা, এসিএস টেক্সটাইল মিল কারখানাকে এক লাখ টাকা ও বিক্রমপুর স্টিল মিল কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, সহকারী পরিচালক শেখ মোজাহিদ, সার্ভেয়ার জিল্লুর রহমান ও মামুন উপস্থিত ছিলেন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।