ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করেছেন সাকিব আল হাসান। এমন সংবাদ প্রকাশ হওয়ার পর তোলপাড়। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠবে- তা হয়তো তার ভক্তরা চিন্তাও করতে পারেনি।
এ নিয়ে চারদিকে নানা আলোচনা-সমালোচনা। জাগোনিউজেই সন্ধ্যার দিকে বিসিবির দুই কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশ হয়েছিলো, সাকিবের সন্দেহজনক বোলিং অ্যাকশনের সংবাদটা ভুল এবং বানোয়াট। যদিও বিসিবির ওই দুই কর্মকর্তা আন্তর্জাতিক নিয়মের বরাত দিয়ে সাকিবের সন্দেহজনক বোলিং অ্যাকশনের খবরকে ভুল ও বানোয়াট দাবি করেছিলেন।
তবে, ঘটনাটা যেহেতু ঘটেছে একটি দেশের ঘরোয়া ক্রিকেটে এবং সে দেশের ঘরোয়া ক্রিকেটের জন্য তৈরি কার নিয়ম অন্যদের সঠিক জানার কথাও নয়, এর ফলে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়ছে। যা পুরোপুরি খোলাসা করে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তার দাবি, যে ঘটনার কথা বলা হচ্ছে সেটা যেহেতু অন্য একটি দেশের ঘরোয়া ক্রিকেটের ব্যাপার, সে ক্ষেত্রে তারা বিসিবিকে কোনো ক্রিকেটারের সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিষয়টা জানাতে বাধ্য নয়। এর ফলে, বিসিবিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। সে কারণেই বিসিবি সাকিবের বোলিং রিপোর্টেড নাকি না- সে বিষয়েও কিছু বলতে পারবে না।
আজ রাতে যোগাযোগ করা হলে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন স্বাভাবিক নিয়মের কথা তুলে ধরে বলেন, ‘স্বাভাবিক নিয়মে কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে, সেখানে যে কোনো ক্রিকেটারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে, সবার আগে জানবে সংশ্লিষ্ট দুই দেশ ওই ম্যচ বা সিরিজে অংশ নিচ্ছে সেই দুই দেশের ক্রিকেট বোর্ড এবং তারা সে অনুযায়ী ব্যবস্থাও নেবে।’
ভিন্ন ঘরোয়া ক্রিকেটের বিষয় যেহেতু, সেহেতু সেটা তাদের বিষয় উল্লেখ করে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘যেহেতু এটা অন্য টেরিটোরিতে বা একটা দেশের ডমেস্টিক ক্রিকেটের ঘটনা এবং এটা কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়, সে ক্ষেত্রে ওই ডমেস্টিক ক্রিকেটটা যে দেশের বোর্ডের, তারাই শুধু জানবে বা তাদেরই জানার এখতিয়ার।’
প্রধান নির্বাহী নিজে কিংবা বিসিবি এ বিষয়ে কিছু জানে কি না, সে বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমি জানি না বা এখনও পর্যন্ত কোনো মাধ্যম থেকে শুনিনি যে সাকিব রিপোর্টেড হয়েছে। তবে, যদি সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে ইংলিশ কাউন্টির সমারসেট ও সারের ম্যাচের কোনো আম্পায়ার প্রশ্ন তোলেন, তাহলে সেটা শুধু ইসিবিই জানবে। আমাদের জানানোটা তাদের জন্য বাধ্যতামূলক নয়। সে রকম কিছু হয়ে থাকলে সেটা আমাদের তথা বিসিবির নোটিশে আসার কথা নয়।’
‘তবে আমি আবারও বলছি, ইংলিশ কাউন্টির ব্যাপারটা বিসিবিকে না জানানোরই কথা। ফলে, সেখানে তেমন কোনো ঘটনা (সাকিবের সন্দেহজনক বোলিং) ঘটেছে বলে জানি না। এ কারণে সাকিব রিপোর্টেড হয়েছে কি না সেটা বলতে পারছি না। আবার রিপোর্টেড হননি তাও বলতে পারছি না। কারণ আমি জানি না। যদি সত্যিই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারের কোনোরকম কোনো সন্দেহ থাকে, বা প্রশ্নবিদ্ধ মনে করেন, তাহলে ইসিবি এবং সাকিবের ইংলিশ কাউন্টি ক্লাবই শুধু জানবে। কিন্তু এটা যদি ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টিতে হতো, তাহলে বিসিবি জানতো।’
প্রসঙ্গতঃ জানা গেছে, ইংলিশ কাউন্টি ক্রিকেটে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও সাকিবের অন্য কোনো ঘরোয়া, ফ্রাঞ্চাইজি ক্রিকেট বাং আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা নেই। শুধুমাত্র পরবর্তীতে সাকিব যদি কাউন্টি ক্রিকেট খেলতে চায়, তাহলে তাকে সেখানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই খেলতে হবে।
এআরবি/আইএইচএস/