রাজশাহীতে কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের জন্মদিন পালিত

0
2


রাজশাহীতে দেশবরেণ্য কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় তার জন্মদিন পালন করা হয়। অ্যান্ড্রু কিশোর ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জন্মদিনের কেক কাটা ও তার জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সহ-সভাপতি কাজী সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যান্ড্রু কিশোরের সহধর্মিণী লিপিকা অ্যান্ড্রু, অ্যান্ড্রু কিশোরের বোন শিখা বিশ্বাস, শফিকুল আলম বাবু ও শফি মাহমুদ লেলিন উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।