ডাক্তার ছাড়াই চলে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের ডেলিভারি। ওটি সদস্যদের দিয়ে জটিল এক ডেলিভারি করাতে গিয়ে সবশেষ মারা যায় এক নবজাতক। গত রাতে র্যাবের অভিযানে মিলে সেই ঘটনার সত্যতাও। আরো পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ কেমিকেল, রিয়েজেন্ট আর বাতিল হয়ে যাওয়া নানান ঔষুধ।
র্যাবের অভিযান শেষে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ও ডায়াগনস্টিককে ১৭ লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদন্ড।