‘বিশ্বব্যাপী পোশাক ক্রেতাদের কাছে প্রথম পছন্দ বাংলাদেশ। বাংলাদেশের বিকল্প নেই। বিশ্বব্যাপী পোশাক ক্রেতারা বাংলাদেশি সরবরাহকারীদের সঙ্গে ব্যবসা করতে চায়। তবে তাদের আস্থা ও ব্যবসা ধরে রাখতে তারা স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে চায়।’
সোমবার (৪ নভেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘১৭তম বাংলাদেশ ডেনিম এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন পোশাকনির্মাতা ও ক্রেতা প্রতিনিধিরা।
আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। দুদিনব্যাপী এ ইভেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, স্পেন ও ইতালির ৪৫টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
পোশাকনির্মাতা ও ক্রেতা প্রতিনিধিরা বলেন, ‘মানসম্পন্ন পণ্য এবং যুক্তিসঙ্গত দামের কারণে বাংলাদেশ বিশ্বব্যাপী ডেনিম ও পোশাক পণ্যের জন্য খুব আকর্ষণী গন্তব্য। কিন্তু তাদের পরিদর্শনের জন্য আমাদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শিল্পটি পরিচালনার জন্য নিরাপদ রাখতে হবে।’
অনুষ্ঠানে নয়েজ জিন্সের ব্যবস্থাপনা পরিচালক মনীশ চৌহান বলেন, ‘বৈশ্বিক ফ্যাশন খুচরা বিক্রেতাদের পোশাক সামগ্রী সরবরাহের ক্ষেত্রে কেউ বাংলাদেশকে প্রতিস্থাপন করতে পারবে না। শুধু চীন পোশাক পণ্যের বৃহত্তম সরবরাহকারী হিসেবে এই লক্ষ্যে ব্যতিক্রম। এটি বাংলাদেশের বিশাল ইনস্টলেশন ক্ষমতার কারণে।’
তিনি বলেন, ‘মিড রেজ পণ্যের জন্য বাংলাদেশ সেরা, যা রপ্তানি গন্তব্যে উচ্চমূল্যস্ফীতির কারণে এখন উচ্চচাহিদা রয়েছে। তাই আমি মনে করি পোশাক আমদানিকারকদের কাছে বাংলাদেশই পছন্দের গন্তব্য।’
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা বাংলাদেশি নির্মাতাদের সঙ্গে কাজ করতে চান। তাদের কাছে বাংলাদেশই প্রথম পছন্দ। কিন্তু ক্রেতাদের এবং আমাদের প্রতি তাদের আস্থা ধরে রাখতে আমরা নিরাপত্তা এবং ভালো সরকার এবং আইনের শাসন নিশ্চিত করতে চাই। আমরা তা করতে ব্যর্থ হলে তারা আমাদের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবেন না।’
তিনি বলেন, ‘শীর্ষ ১০ ক্রেতার মধ্যে একজন ভারতে আংশিক অর্ডার স্থানান্তর করতে চেয়েছিল কিন্তু দাম আমাদের থেকে অনেক বেশি। তাই দাম, কর্মীদের দক্ষতা এবং পণ্যের গুণমানের মতো বিভিন্ন কারণে তাৎক্ষণিকভাবে কাজের আদেশ স্থানান্তর করা সম্ভব হবে না। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনিশ্চয়তা তাদের অন্যত্র স্থানান্তরের দিকে নিয়ে যেতে পারে।’
মোস্তাফিজ আরও বলেন, ‘বাংলাদেশের পোশাক খাতের রূপান্তরের সময় এসেছে। কৌশলগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চমানের, টেকসই পোশাকের বৈশ্বিক নেতৃস্থানীয় হিসেবে রূপান্তরিত করতে পারি। আসুন আমরা একটি টেকসই এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করি।’
এবারের ডেনিম এক্সপোর প্রতিপাদ্য হলো ‘দ্য ব্লু নিউ ওয়ার্ল্ড’। এক্সপোতে ‘ট্রেন্ড জোন’ রয়েছে যেখানে দর্শকরা ডেনিমের নতুন উদ্ভাবন ও ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন।
দুদিনব্যাপী এই আয়োজনের মধ্যে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ‘বাংলাদেশ পোশাক শিল্পকে সুরক্ষিত করা: আমরা কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবো’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এই সভায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি কম মূল্যের পোশাক উৎপাদন কেন্দ্র থেকে উচ্চমানের ও টেকসই পোশাক উৎপাদনের কেন্দ্র হিসেবে রূপান্তরের জন্য প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপগুলো আলোচনা করা হয়।
তাছাড়া আধুনিক উৎপাদন প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল কৌশলসমূহের মাধ্যমে এ শিল্পে উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে করে এ শিল্পটি বৈশ্বিক বাজারের পরিবর্তিত চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হয়।
দ্বিতীয় দিনে ‘জিএসপি এবং এলডিসি উত্তরণের প্রেক্ষিতে ভবিষ্যতে তৈরি পোশাক শিল্পের প্রস্তুতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এখানে ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের গুরুত্ব এবং বাজারে প্রবেশাধিকার বজায় রাখার জন্য জিএসপি+ নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হবে।
তাছাড়া বিশ্বব্যাপী কমপ্লায়েন্স মানদণ্ডের সঙ্গে সঙ্গতি বজায় রাখা, নিরাপত্তা ধারাগুলো সঙ্গে সম্পর্কিত ঝুঁকিসমূহ ব্যবস্থাপনা এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলোতে বাণিজ্য সুযোগ সম্প্রসারণের কৌশলগুলোর ওপর আলোকপাত করা হবে। এছাড়া সরকার, শিল্প সংগঠন এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কীভাবে সুবিধাজনক বাণিজ্য শর্তাবলী প্রনয়ন করা যায় সে ব্যাপারে আলোকপাত করা হবে।
বিএ/এমএস