‘জানতাম তুলে নেবে, ৬০ মিনিটে সব করতে গিয়ে কিছুই হতো না’

0
2


জাভি হার্নান্দেজ বার্সেলোনার কোচ থাকার সময় ব্রাজিল তারকা রাফিনহার তেমন গুরুত্বই ছিল না দলে। হ্যান্সি ফ্লিক দায়িত্ব নিয়ে এই রাফিনহাকে বানিয়ে নিয়েছেন দলের চালিকাশক্তি। দিয়েছেন অধিনায়কত্বও।

সুযোগ পেয়ে রাফিনহাও তার সামর্থ্যের সবটুকু নিংড়ে দিচ্ছেন। কাতালুনিয়ায় নিজের তৃতীয় মৌসুমে দুর্দান্ত শুরু করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। চলতি মৌসুমে ১২ ম্যাচে এরই মধ্যে সাত গোল করে ফেলেছেন রাফিনহা। গত মৌসুমে পুরোটায় করেছিলেন মাত্র ৬ গোল।

রাফিনহাকে আসলে সাবেক কোচ জাভি সেভাবে ব্যবহারই করেননি। গত মৌসুমে মাত্র ১৭টি ম্যাচে প্রথম একাদশে ছিলেন, ১১ ম্যাচে তাকে বসিয়ে রাখা হয় বেঞ্চে।

ওই সময়ের কথা বলতে গিয়ে রাফিনহার কণ্ঠে হতাশা। এল প্যারিসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাভির সমালোচনা করছি না। তবে তিনি থাকতে আমি জানতাম যে, ৬০ মিনিটে আমাকে তুলে নেওয়া হবে। এই ৬০ মিনিটের মধ্যেই সবকিছু করার চেষ্টা করতাম, কিন্তু কিছুই হতো না। আর মাঝে মাঝে যখন সফল হতাম, তবুও আমাকে তুলে নেওয়া হতো।’

চলতি মৌসুমে ১২ ম্যাচের ১১টিতেই জিতে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৯ পয়েন্ট এগিয়ে তারা।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।