লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারের ‘যোদ্ধা’

0
10


ময়নামতির ইতিহাস-কল্পনাশ্রয়ী একটি বিয়োগান্ত নাটক ‘যোদ্ধা’। যা নিয়ে মঞ্চে আসছে বাংলা মুভমেন্ট থিয়েটার।
আগামী ১০ নভেম্বর লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারের স্টুডিও থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন ড. মুকিদ চৌধুরী।

তিনি জানান, মানুষের ভেতরের উচ্চাকাঙ্ক্ষা কীভাবে অবচেতন চিন্তায় কুমন্ত্রণা দেয়, কীভাবে মানুষের ভেতরের গোপন বাসনাকে উন্মাদ করে তোলে, স্বাভাবিক নীতিবোধকে অন্ধকারে ঢেকে দেয়- যে তার সবচেয়ে শুভাকাকাঙ্ক্ষী নির্মমভাবে হত্যা করে। এই হত্যা হতে পারে আর্থিকভাবে অথবা দৈহিকভাবে। এই পাপাচার ও তার পরিণামের এক মর্মবিদারী বিষয়ই ‘যোদ্ধা’ নাটকের মূল উপজীব্য।

নাটকে অভিনয় করেছেন- অর্ঘ্য বিশ্বাস, আন্নুর আলম, আরিফ আহমেদ, অ্যান্ডি লেনার্ড ডায়েস, কাউসার ডালিম, কাওছার মিয়া, চন্দ্রকান্ত কামারি, জয়নব বিনতে সাঈদ, পারভেজ আহমেদ, ফারজানা আক্তার প্রমুখ।

এছাড়া নাটকটির নেপথ্যের কুশীলব হিসেবে রয়েছেন; মঞ্চ- ড. হাসনীন চৌধুরী, আলোক সম্পাদক- সোনা মিয়া, প্রক্ষেপক- সাহাব-উদ্দিন আহমেদ বাচ্চু, সংগীত- শাকিল জয় ও শালীন রাশিদ এশা, বাদ্য- শুভজিৎ সাহা, উপঘ্ন- মিরা দাস ও শুভ্র সাহা, দলপ্রধান- অর্ঘ্য বিশ্বাস, প্রযোজক- মিঠুন চন্দ্র দাস এবংও সহযোগিতায় আ সিজন অব বাংলা ড্রামা।

এমআই/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।