ভারতের উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে রাজ্যের আলমোড়া জেলায় একটি যাত্রীবাহী বাস খাদ পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের তথ্যমতে, গড়ওয়াল থেকে কুমাওনের দিকে যাওয়ার পথে বাসটি মার্চুলা এলাকায় একটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। পুলিশ এবং রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
আরও পড়ুন>>
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মার্চুলায় দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানির দুঃখজনক খবর পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফের দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার কাজ করছে। গুরুতর আহত যাত্রীদের প্রয়োজনে হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট এলাকার আরটিও কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য চার লাখ এবং আহতদের জন্য এক লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ঘটনায় একটি ম্যাজিস্ট্রেট তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
কেএএ/