মিরসরাইয়ে পাচারের সময় সেগুন কাঠ জব্দ

0
5


চট্টগ্রামের মিরসরাইয়ে কয়লা বন বিট এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ১২৬ পিস ১১৯ দশমিক ৯১ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে করেরহাট রেঞ্জের কয়লা বন বিটের অভিযানে এগুলো জব্দ করা হয়।

কয়লা বন বিট কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, বন অপরাধ দমনের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে অন্যান্য দিনের মতো রোববার করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুর রহমানের নেতৃত্বে ও সংশ্লিষ্ট টহলদলের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ১২৬ টুকরা ১১৯ দশমিক ৯১ ঘনফুট সেগুন গোলকাঠ আটক করা হয়। এসব কাঠের মালিকানা না পাওয়ায় তা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।