কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে অন্তত ১১ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পোড়াদহ রেলওয়ে স্টেশনে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল বোতলের ২১ বোতল এলএসডি উদ্ধার করা হয়। এ সময় ১৯ পিস ভারতীয় কোম্বলও উদ্ধার করে বিজিবি।
রোববার রাতে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া এলএসডি ও কোম্বলের বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আল-মামুন সাগর/এফএ/জেআইএম