ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনরা। দাবি আদায়ে তিন দিন ধরে দায়িত্ব পালন থেকে বিরত জুনিয়র চিকিৎসকরা। এতে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন রোগীরা।
অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, হাসপাতাল পরিচালক। যদিও চিকিৎসকদের যে দু-পক্ষের বিবাদে এই সংকট তারা হাসপাতালেই নেই।
তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো নিজেদের দায়িত্ব পালন থেকে বিরত রেখেছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
হাসপাতালে যাচ্ছেন না অনেক ডাক্তার। এতে ভোগান্তিতে রোগীরা। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগও আছে স্বজনদের।
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। অনেকেই আবার স্বেচ্ছায় নাম কাটিয়ে রোগীকে নিয়ে যাচ্ছে অন্যত্র।