সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সহযোগী বাবু গ্রেফতার

0
3


 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর আলম ওরফে গালকাটা বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর হাক্কানী সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’, গাজীপুর শাখার সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, রোববার দুপুরে শহরের হাক্কানী সোসাইটি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।