বিস্ফোরক মামলায় সাবেক পৌর মেয়র কারাগারে

0
3


ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র শশধর সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শশধর সেন ফুলপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে পৌর মেয়র হয়েছিলেন তিনি।

এর আগে ওইদিন ভোরে যৌথবাহিনীর একটি দল নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আদালতের পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, বিস্ফোরক আইনের একটি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।

৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন শশধর সেন। এলাকায় না গিয়ে ময়মনসিংহের সানকিপাড়া এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। তার অবস্থানের খবর পেয়ে গ্রেফতার করা হয়।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।