মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গিজার রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত রংপুর মেটালের নিজস্ব কারখানা থেকে গিজারের চালান ওমানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
বর্তমানে ওমানের পাশাপাশি ভারত, নেপাল ও মালিতেও আরএফএল গিজার রপ্তানি হচ্ছে।
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, আমাদের লক্ষ্য প্রাণ-আরএফএল গ্রুপের সব পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিয়ে দেশের রপ্তানি সম্প্রসারণ করা। সারাবিশ্বে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের গিজারের বাজার রয়েছে। এক্ষেত্রে আমাদের গিজার রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আরএফএল গিজার দেশের প্রথম এনামেল কোটেড ইনার ট্যাঙ্ক বিশিষ্ট গিজার যা পানি ৪৮ ঘণ্টা পর্যন্ত গরম রাখে। গুণগতমানের কারণে ক্রেতাদের কাছে আরএফএল গিজারের ভালো চাহিদা তৈরি হয়েছে। আগামীতে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, পাকিস্তান, কাজাখস্তান ও আফ্রিকার কয়েকটি দেশে গিজার রপ্তানির পরিকল্পনা রয়েছে।
ক্রেতারা যেন সাশ্রয়ীমূল্যে পছন্দের গিজার পেতে পারেন সেজন্য বাজারে আরএফএল এর বিভিন্ন মডেলের গিজার রয়েছে। এসব গিজার মডেল ভেদে ৩১০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১৬৮০০ টাকায় কিনবে পারবেন। আরএফএল বেস্ট বাই ও ডিলারশপের পাশাপাশি অথবা ডটকমসহ কেনাকাটার অনলাইন মাধ্যমগুলো থেকেও আরএফএল গিজার পাওয়া যাবে।
এমএইচআর