যুক্তরাষ্ট্রের ডেনভারে একটি বাড়িতে আয়োজিত পার্টিতে বন্দুক হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাতে নর্থগ্লেন শহরের বেলফোর্ড ড্রাইভ এবং ব্রুস লেন এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ গুলির খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা এক ব্যক্তিকে মৃত এবং পাঁচজনকে আহত অবস্থায় দেখতে পায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
গুলির ঘটনাটিকে অদ্ভুত এবং ভীতিকর বলে বর্ণনা করেছেন প্রতিবেশীরা। এক প্রতিবেশী বলেন, আমি ভেবেছিলাম এই ব্লকে কোনো লকডাউন চলছে। আমি শুনতে পাই কেউ বলছে, ‘সারেন্ডার করুন, হাত ওপরে তুলে বেরিয়ে আসুন’… সাধারণত এখানে খুব শান্ত থাকে, তাই বুঝছি না কীভাবে হলো। এটা খুবই ভয়ংকর।
আরও পড়ুন>>
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার পরও বাড়িটিতে ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন। তারা জানান, এই ঘটনায় একাধিক হামলাকারী জড়িত।
গুলির আগে ঠিক কী ঘটেছিল তা তদন্ত করছে পুলিশ। তারা জানিয়েছে, বর্তমানে এলাকাটিতে সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি নেই।
ডেনভারের পুলিশ নর্থগ্লেন পুলিশকে এই ঘটনার তদন্তে সহায়তা করছে। এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য কাজ করছে বিভিন্ন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে বন্দুক হামলা ব্যাপকভাবে বেড়েছে। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও গুলিবর্ষণ ও তাতে হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
পরিসংখ্যান বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে ৪০০টির বেশি গুলির ঘটনা ঘটেছে। এ ধরনের প্রতিটি ঘটনায় অন্তত চারজন নিহত বা আহত হয়েছেন।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ বছর বন্দুকহামলায় প্রায় সাড়ে ১২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্র: সিবিএস নিউজ
কেএএ/