সাবেক-বর্তমান দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

0
2


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতাররা হলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (৪৫) ও উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল (৩৮)। তারা দুইজনই আওয়ামী লীগ নেতা।

রোববার (৩ নভেম্বর) র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. আশরাফুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরে ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান ওই দুই আওয়ামী লীগ নেতা। এতে অনেকে গুলিবিদ্ধসহ আহত হন। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে দুই চেয়ারম্যানকে গ্রেফতার করে র‌্যাব।

কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতার আসামি দুইজনের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাকুন্দিয়া থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

এসকে রাসেল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।