শেষ মুহূর্তের গোলে মিয়ামিকে হারিয়ে সিরিজে ফিরলো আটলান্টা

0
2


ম্যাচের বাকি আর মাত্র ৩ মিনিট। এমন সময় গোল হজম করে হেরে গেল ইন্টার মিয়ামি। ৯৪ মিনিটের গোলে লিওনেল মেসির দলকে ২-১ ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস) সিরিজে ১-১ সমতায় ফিরেছে আটলান্টা।

সিরিজে তিন দলের সেরাদের বাছাই করতে আরেকটি ম্যাচ খেলবে মিয়ামি ও আটালান্টা। মিয়ামির ঘরের মাঠের ওই ম্যাচই নির্ধারণ করবে সিরিজে কারা জয়ী।

আজ রোববার বাংলাদেশ সময় ভোরে এমএলএসের ইন্টার্ন কনফারেন্সের প্লে-অফের প্রথম রাউন্ড খেলতে নামে মিয়ামি ও আটালান্টা।

শুরুতে গোল করে মিয়ামিই। ৪০ মিনিটে হেক্টর মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেসিরা। ৫৮ মিনিটে আটালান্টাকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস।

এরপর খেলা চলছিল ১-১ সমতায়। ৮৯ মিনিটে আটালান্টার বদলি হিসেবে নামেন জান্ডে সিলভা। ৯৪ মিনিটে ৩ গজ দূর থেকে দারুণ শটে বামপাশ দিয়ে মিয়ামির জালে বল জমা করেন তিনি। ঝাপিয়ে পড়েও মিয়ামির শেষ রক্ষা করতে পারেননি গোলরক্ষক ড্রেক কালান্ডার।

৮৩ মিনিটে মিয়ামিকে এগিয়ে দেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টারের শট চলে যায় ক্রসবারের অনেকটা উপর দিয়ে। শেষ পর্যন্ত আর গোল পাননি মেসি।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।