কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছি এলাকায় পুকুরে ডুবে নুর আমিন ও ফাতেমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
নুর আমিন হরিণগাছি গ্রামের মালিথা পাড়া এলাকার খোদা বকস খুইদির ছেলে এবং ফাতেমা খাতুন মিজারুল ইসলামের মেয়ে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল নুর আমিন ও ফাতেমা খাতুন। সন্ধ্যার কিছু সময় আগে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। মৃত অবস্থায় স্থানীদের সহায়তায় তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। একই সঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-মামুন সাগর/এমএএইচ/