‘চ্যানেল আই সেরা উদ্যোক্তা’ পুরস্কার পেলেন আহমেদ বিন সজিব

0
4


‘চ্যানেল আই সেরা উদ্যোক্তা’ পুরস্কার পেয়েছেন মোবাইল ফিক্সার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ বিন সজিব।

শনিবার (২ নভেম্বর) তার হাতে চ্যানেল আই কর্তৃপক্ষ পুরস্কার তুলে দেয়। কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পেয়েছেন তিনি।

২০০৪ সালে মোবাইল অপারেটর সিটিসেল এবং উপগ্রহভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশে সুস্থ সংগীতের বিকাশের লক্ষ্য নিয়ে ও সংগীতে বিশেষ অবদানের সম্মাননা জানাতে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বা সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার নামে এ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। এরপরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার যোগ হয়।

আহমেদ বিন সজিব ২০১৬ সালে মোবাইল ফিক্সার নামে একটি মোবাইল শপ খুলেন, চলতি বছরেই লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে মোবাইল ফিক্সার লিমিটেডে ৭২ জন কর্মী রয়েছেন।

অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের তারকারা ছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।