পদচ্যুত হলেন বিসিবির ১১ পরিচালক

0
1


শুরু থেকেই শোনা যাচ্ছিল বিনা নোটিশে টানা তিন বোর্ড মিটিংয়ে উপস্থিত না থাকলে বোর্ড পরিচালক পদ থাকবে না। এ নিয়ে কথা-বার্তাও হয়েছে বিস্তর। দেখার বিষয় হলো- কারা বিসিবিতে না এসে কোনো সভায় যোগ না দিয়ে পরিচালক পদ হারান। অবশেষে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবি পরিচালক পর্ষদের ১১ পরিচালক পদচ্যুত হয়েছেন।

আজ বুধবার বিসিবি পরিচালক পর্ষদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বিসিবির সাবেক প্রধান পাপনকে বোর্ড পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পদ হারানো বাকি ১০ জন হলেন- আ জ ম নাসির, শেখ সোহেল, মঞ্জুর কাদের, আহমেদ নজিব, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু, ওবায়েদ নিজাম ও গাজী গোলাম মোর্তজা পাপ্পা।

অন্যদিকে তিন সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজ ও জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং নাইমুর রহমান দুর্জয়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

এআরবি/এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।