কারও দেশে ফিরে আসা আটকিয়ে রাখার অধিকার সরকারের নেই

0
3


দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক বলেছেন, ভালো হোক, মন্দ হোক; কারও দেশে ফিরে আসা আটকিয়ে রাখার অধিকার কারও নেই, কোনো সরকারেও নেই। আমি যে প্রবাসে ছিলাম বুঝতে পেরেছি কত কষ্টে ছিলাম। আপনারা যদি মনে করেন উনি আনন্দে রয়েছেন, তা নয়।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।

ওসমান ফারুক বলেন, ‘আমারই এলাকার বিরোধী দলের নেতাদের ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়েছে। পরে একদিন রাতের ফ্লাইটে উঠেও বিমান থেকে নেমে বাসায় চলে আসতে হয়েছে। পরে আরেকদিন আমাকে যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য করা হয়েছে। দীর্ঘ ৫ বছর ৭ মাস যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনে বারবার দেশের কথাই মনে হয়েছে। দেশে ফিরতে চেয়েছি।’

করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল সিকদারের সঞ্চালনায় গণসংবর্ধনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ কাউস, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাঈল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন প্রমুখ।

দীর্ঘ পাঁচ বছর ৭ মাস যুক্তরাষ্ট্রে নির্বাসিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক। ২৪ অক্টোবর তিনি দেশে ফেরেন।

এসকে রাসেল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।