মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গাংনীতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আর একেএম শফিকুল আলমও উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন।
র্যাব বলছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য তারা দুজন নিজ বাড়িতে আওয়ামী সমর্থিত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছিলেন। এ কারণে তাদের আটক করে আদালতে সোপর্দ করতে গাংনী থানায় পাঠানো হয়।
মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আটক দুজনকে মেহেরপুর আদালতে সোপর্দ করার জন্য আইনি কার্যক্রম চলমান।
আসিফ ইকবাল/জেডএইচ/এএসএম