মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান

0
2


সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প যেন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই মাদক কারবারি ও বিভিন্ন অপরাধীরা গোলাগুলির ঘটনা ঘটাচ্ছে।

জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকায় অপরাধ নির্মূলে এবং জনগণের মাঝে স্বস্তি ফেরাতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে সহায়তা করছে মোহাম্মদপুর থানা পুলিশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী।

টিটি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।