আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে ৫ আগস্টের জন্ম হয়েছে: শামীম সাঈদী

0
2


২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ৫ আগস্টের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামীম সাঈদী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ একাত্তরের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিল ঠিকই কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের খুনের নেশা চেপে বসেছিল। যার ফলস্বরূপ ৫ আগস্ট তাদের পতন হয়েছে।’

নগরকান্দা উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার হোসেনের সঞ্চালনায় জনসমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির বদর উদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হারিজ মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এনায়েত হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদা প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।