সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদের দোসরকে চেয়ারে দেখতে চায় না জনগণ

0
2


‘রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মিথ্যাচার করে নিজ পদে থাকার অধিকার হারিয়ে ফেলছেন’ উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, তাকে অবশ্যই পদত্যগ করতে হবে। সংবিধানের দোহাই দিয়ে তাকে ক্ষমতায় রাখার কোনো সুযোগ জনগণ দিতে চায় না। প্রয়োজনে সবার আগে সংবিধান সংস্কার করতে হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ব্যাংক লুটেরার অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। মজুতদার, মুনাফাখোর ও সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে নিয়ে আসতে হবে। চাঁদাবাজ ও দখলদারদের শক্ত হস্তে দমন করতে হবে।

ডা. মুহাম্মদ শহীদুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, আলতাফ হোসাইন, আনোয়ার হোসাইন, আবদুল আউয়াল, নূরুজ্জামান সরকার, কে এম শরীয়াতুল্লাহ, মাকসুদুর রহমান, নজরুল ইসলাম খোকন, ফজলুল হক মৃধা, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম রফিকুল ইসলাম, জিয়াউল আশরাফ, রফিকুল ইসলাম, কামাল হোসাইন, শেখ মুহাম্মদ আবু তাহের, কায়েস উদ্দিন, ইসমাইল হোসাইন, এমএইচ মোস্তফা, এম এম শোয়াইব, মুফতি আবদুল আহাদ, মুফতি আখতারুজ্জামান, মুফতি নাজিমুদ্দিন, গাজী আলী হায়দার, মনির হোসাইন, মনির হোসাইন, মাওলানা জুবায়ের হোসাইন, শাব্বীর হোসাইন প্রমুখ।

এএএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।