আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতি কমাতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার (৫ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, ইদানীং অনেক আগুন লাগছে, তাতে সরকারের ভ্রুক্ষেপ নেই। যেমন ইচ্ছে তেমনভাবে চলছে দেশ।
সরকারের সংস্থাগুলোর কাজের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন জি এম কাদের। অভিযোগ করেন, দেশে কোথাও কোনো শৃঙ্খলা নেই। ক্ষতিগ্রস্তদের ঋণ ও সহায়তা দিয়ে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
/এমএন