রাজশাহী ব্যুরো:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে, বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাস কন্ডাক্টর ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দু’পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছে।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়া থেকে মোহাম্মদ পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে ফিরছিলেন রাবির সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসের সিটে বসাকে কেন্দ্র করে গাড়ির ড্রাইভার শরিফুল ও কন্ডাক্টর রিপনের সাথে কথা তার কাটাকাটি হয়।
পরে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর গেট এলাকায় এসে কন্ডাক্টরের সাথে আবারও বাকবিতণ্ডা হয় আকাশের। এ সময় স্থানীয় এক দোকানদার গিয়ে শিক্ষার্থীদের সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয় এবং দোকানদারের ওপর চড়াও হয়। স্থানীয়রাও একজোট হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
সংঘর্ষের ঘটনায় রোববার (১২ মার্চ) ও সোমবার (১৩ মার্চ) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে বলে জানান উপ উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম।
/এনএএস