গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
0


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে আব্দুর রাজ্জাক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সীচা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আব্দুর রাজ্জাক ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া বলেন, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান ফুল মিয়া জানায়, দুপুরের দিকে আব্দুর রাজ্জাক তার বড় ভাই রাকিব হোসেনের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় শিশু রাজ্জাক পুকুরের পানিতে ডুবে যায়। এসময় তার ভাই পুকুরের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। আব্দুর রাজ্জাককে খুঁজে না পেয়ে তার ভাই চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুকুরের বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে স্থানীয়রা শিশু রাজ্জাককে মৃত অবস্থায় উদ্ধার করে।

এটিএম/