রাজধানীর কাঁচাবাজারে সব ধরণের সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা দরে। প্রতিটি সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতারা বলছেন সারা দেশে বিভিন্ন স্থানে বন্যার কারণে অনেক শাক সবজি নষ্ঠ হয়েছে। বন্যার পানি নেমে গেলে সবজি নতুন করে চাষ হলে বাজারে স্থিতিশীলতা আসবে।
অথচ বাজারে সব ধরণের সবজির সরবরাহ রয়েছে। ক্রেতারা বইলছেন আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজার করতে পারছেন না তারা। তাই বাজারের পরিমাণ আর খাবারের চাহিদা কমিয়ে আনতে হচ্ছে তাদের। মানুষের আয় সেভাবে বাড়ছে না যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে।
পাইকারি পর্যায়ে কত দামে কিনে খুচরা পর্যায়ে কত দামে বিক্রি করছেন বিক্রেতারা সেই বিষয়ে সরকারের নিজর দেয়া উচিত বলে মনে করেন ক্রেতারা।
এদিকে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলুও। রাজধানীর মোহাম্মদপুর কাঁচাবাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। তৃণ্মূল পর্যায়ের ভুক্তাদের কথা মাথায় রেখে সরকারকে বাজার তদারকির তাগিদ দিচ্ছেন ক্রেতারা।