করোনার কারণে বিশ্বে জরুরি অবস্থা জারির আদেশ তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসি’র।
বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ তিন বছর পর বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়ে জারি করা জরুরি অবস্থা তুলে নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২১ সালে প্রতি সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১ লাখ মানুষ মারা যেত। সে হার ২৪ এপ্রিল ৩ হাজার ৫০০ জনে নেমে এসেছে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, গতকাল জরুরি কমিটির সাথে মিটিং হয়েছে, সেখানে তারা বিশ্বব্যাপী করানো পরিস্থিতির কারণে জরুরি অবস্থা জারির বিষয়টি তুলে নিতে প্রস্তাব দেয়। আমি তাদের প্রস্তাব গ্রহণ করি।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ৭০ লাখ মানুষ মারা গেছে।
/এনএএস