এশিয়ার সফরের শেষ গন্তব্যস্থল জাপানে এখন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। শুক্রবার (৫ আগস্ট) সকালে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে করেন সৌজন্য সাক্ষাৎ। বৃহস্পতিবার রাতে টোকিওর বিমানঘাঁটিতে অবতরণ করেন তিনি। তবে, পেলোসির পৌঁছানোর আগমুহূর্তেই ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে চীন। যা জাপানের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে পড়েছে বলে দাবি টোকিওর।
জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা করেন পেলোসি ও অন্যান্য শীর্ষ নেতারা। টোকিও-ওয়াশিংটনের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান কিশিদা। একই সাথে, চীনের সাম্প্রতিক কর্মকাণ্ডে নিরাপত্তা ইস্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জাপানের পার্লামেন্ট স্পিকারের সাথেও পেলোসি আলোচনায় বসবেন, এমনটা জানানো হয়েছে। ২০১৫ সালের পর এটাই তার প্রথম জাপান সফর।
আরও পড়ুন: তাইওয়ান প্রণালীতে চলছে চীনের জোরালো সামরিক মহড়া
জাপান সফরের আগে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান সফরে গিয়েছিলেন পেলোসি। তার তাইওয়ান সফরকে ভালো চোখে দেখেনি চীন। এরইমধ্যে তাইওয়ানের সমুদ্র অঞ্চলে বিশাল সামরিক মহড়া চালিয়েছে বেইজিং।
সূত্র: নিউইয়র্ক পোস্ট ও রয়টার্স।
জেডআই/