দুর্বিষহ রেকর্ডে অজিদের সঙ্গী ইংল্যান্ড; ইতিহাসের চতুর্থ কীর্তিতে কিউইরা

0
1


ছবি: সংগৃহীত

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। প্রথম ইনিংসে ফলোঅনে পড়েও অবিশ্বাস্যভাবে ১ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এর আগে টেস্ট ইতিহাসে ১ রানে জয়ের রেকর্ড আছে মাত্র একটি, ফলোঅনে পড়েও জয়ের ইতিহাস আছে মাত্র তিনবার। নিউজিল্যান্ড চতুর্থ দল হিসেবে নাম লিখিয়েছে রেকর্ড বইয়ে। সেই সাথে, প্রতিপক্ষকে ফলোঅনে ফেলেও পরাজিত দলের তালিকায় এতদিন ছিল কেবল অস্ট্রেলিয়ার নাম। এবার সেই তালিকায় অজিরা সঙ্গী হিসেবে পেয়েছে ইংল্যান্ডকে; যারা এই লজ্জায় দুইবার ফেলেছে অস্ট্রেলিয়াকে।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে অবিশ্বাস্যভাবে ইংল্যান্ড হেরে গেছে মাত্র ১ রানে। প্রায় দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২য় বার ১ রানের জয় দেখলো ক্রিকেট বিশ্ব। প্রথমবার ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ১ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ফলোঅনে পড়েও টেস্ট জয়ের নজির এর আগে ছিল মাত্র তিনটি:

১৮৯৪ সালে সিডনিতে প্রথম ইনিংসে ২৬১ রানে পিছিয়ে থেকেও ববি পিলের ম্যাজিকাল স্পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ রানের জয় পায় ইংলিশরা।

পরের দৃষ্টান্তটাও ইংলিশদের গড়া। সেবারও ১৯৮১ সালে লিডস টেস্টে অজিদের বিপক্ষে ২২৭ রানে পিছিয়ে থেকেও ইয়ান বোথামের মারকুটে ইনিংসের পর বব উইলসের বিধ্বংসী স্পেলে ১৮ রানের জয় তুলে নিয়েছিল ইংলিশরা।

২০০১ সালে ইডেন গার্ডেনে প্রথম ইনিংসে ফলোঅনে পড়েও বিশাল জয় পায় ভারত। এ ম্যাচেও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২৭৪ রানে পিছিয়ে পড়ার পর রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণের রেকর্ড জুটিতে ওই ম্যাচে অবিশ্বাস্যভাবে ১৭১ রানের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিক ভারত।

তারও প্রায় ২২ বছর পর ফলোঅনে পড়া নিউজিল্যান্ডের জয়ের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ডের এই ১ রানের রুদ্ধশ্বাস জয় নিঃসন্দেহে জায়গা করে নেবে সর্বকালের সেরা টেস্টের তালিকায়। আর, এই কীর্তি দুইবার গড়া ইংল্যান্ড পেলো পরাজিত পক্ষে থাকার অভিজ্ঞতা।

/আরআইএম