ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না

0
7

ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না । ধর্ষন কাণ্ডকে রাজনৈতিক ট্যাগ দেয়া হলে বিচার বাধাগস্থ হতে পারে । বলেছেন , সড়ক যােগাযােগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।

আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন , ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চত করা হবে । রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা ।

সিলেটের ধর্ষণ কাণ্ডে নিয়ে সারাদেশে উদ্বেগের রেশ কাটতে না কাটতেই নােয়াখালীর বেগম গঞ্জের এক নারীকে শ্লীলতা হানির ঘটনায় তােলপাড় দেশে ।

এমন বাস্তবতায় ধর্ষক এবং নারী নির্যাতনকারীদে আইনের আওতায় আনতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান প্রভাবশালী মন্ত্রীরা ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক যােগাযােগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের , ধর্ষণকে সন্ত্রাসের সঙ্গে তুলােনা করে বলেন , এ ধরণের অপরাধে জড়িত কাউকে ন্যূনতম ছাড় দিচ্ছে না সরকার । একই ইস্যুতে সচিবালয়ে কথা বলেন , স্বরাষ্ট্রমন্ত্রীও । আইন অনুযায়ী ধর্ষকদের সর্বোচ্চ সজা হবে বলেও জানান তিনি ।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন , আইনের শাসন আছে বলেই ধর্ষকদের বিচারের মুখােমুখী হতে হচ্ছে ।

অন্যদিকে স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রী মেহাম্মদ তাজুল ইসলাম বলেছেন , ধর্ষকদের কোন জনপ্রতিনিধি সহযােগীতা করে থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে ।