আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোনো ম্যাচে ব্যাট ও বল করলেন না সাকিব

0
3


ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথমবারের মতো কোনো ম্যাচে ব্যাট ও বল করতে পারেননি সাকিব আল হাসান।

২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তার। অভিষেকের পর নিজেকে ভেঙে গড়েছেন বার বার। শুধু বাংলাদেশ জাতীয় দল তো নয়ই সমগ্র বিশ্বে দিয়েছেন নিজের অস্তিত্বকে জানান। বিশ্বের সেরা খেলোয়াড়ের মুকুট উঠেছে তার মাথায়।

বাংলাদেশ জাতীয় দলের একাদশ তাকে ছাড়া কল্পনাও করা যায় না। তিনি একাধারে সেরা একজন ব্যাটার সেরা একজন বোলার। দলের হয়ে ব্যাটে কিংবা বলে অবদান রেখেই চলেছেন তিনি। কিন্তু ১৭ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো ব্যাট বা বল কিছুই করার প্রয়োজন বা সুযোগ হয়নি।

২৩০ ওয়ানডে ম্যাচ খেলে এবারই প্রথম এ নজির গড়েলেন বাংলাদেশ ক্রিকেটের এ পোস্টার বয়।

সাকিব আল হাসানের ব্যাট বা বল না করার ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে। নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ১০ উইকেটের জয় পেয়েছে তামিম ইকবালের দল।

/এনএএস