বরিশালে আবহাওয়া পরিস্থিতির উন্নতি, লঞ্চ চলাচল শুরু

0
3


প্রায় ২২ ঘণ্টা পর ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানান বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ বরিশালের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। শুক্রবার সকালে থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার বৈরী আবহাওয়া থাকলেও ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।

আবহাওয়া অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থেকে ১ নম্বর সতর্ক সংকেতে নামিয়ে আনা হয়েছে।

শাওন খান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।