মামা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু ৮ বছরের মাহিরার

0
1


প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো:

বাড়ির উঠানে খেলছিল ভাই- বোন। একপর্যায়ে সবার অগোচরে নামলো পুকুরে। কিছুক্ষণ পর ভেসে উঠলো দু’জনের মরদেহ। চট্টগ্রামের সন্দ্বীপ মুছাপুর ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডে শেখ মাহারুপ গোমস্তার বাড়িতে মমর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

নিহত দুই শিশু হলো, মোহাম্মদ মিলাদের ছেলে নাঈম (৭) ও নাঈমের ফুফাতো বোন মাহিরা (৮)।

মুছাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আকরাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশু খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পুকুরে মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর মধ্যে মেয়েটি নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এনএএস